লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৮ জুন ২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৩টায় সিভিল সার্জন লালমনিরহাট এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিস লালমনিরহাটের মেডিকেল অফিসার (সমন্বয়) ডাঃ দেলোয়ার হোসেন রাজু। এ সময় লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, সিএস অফিস লালমনিরহাটের সহঃ প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সিভিল সার্জন অফিস লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১হাজার ৩শত ৩৫জন, ৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ৫১জন, ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১লক্ষ ৭১হাজার ২শত ৮০জন, ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ২শত ৭৯জন। মোট কেন্দ্রের সংখ্যা ১হাজার ১শত ২৬টি।