আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য ও গুজব ছড়ানো প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে লালমনিরহাটে দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জুন) সকাল ৯টায় লালমনিরহাটের সোনালী পার্কস্থ জায়াভিয়েন গেস্ট হাউস এর মীর লাইব্রেরিতে সিসিডির আয়োজনে ইউরোপীয়ন ইউনিয়নের অর্থায়নে ইন্টারনিউজের সহযোগিতায় অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিসিডি বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও ইন্টারনিউজের প্রকল্প সমন্বয়ক মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা ও স্লাইড প্রদর্শন কার্যক্রম পরিচালনা করেন প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক মোঃ জামাল বাদশা।
এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন জিটিভি প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফ, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদ, দৈনিক সংবাদ প্রতিনিধি মনিরুজ্জামান সরকার, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, দৈনিক কালবেলা প্রতিনিধি এসকে সাহেদ, এখন টিভি প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল, জাগো নিউজ প্রতিনিধি রবিউল হাসান, ঢাকা পোষ্ট প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, এশিয়ান টিভি প্রতিনিধি নিয়ন দুলাল, দৈনিক বানিজ্য প্রতিদিন প্রতিনিধি লাজু সরকার প্রমুখ।
পরে প্রশিক্ষণার্থীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কে যুক্ত করা হয়।
গুজব প্রতিরোধের পাশাপাশি সঠিক খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাংবাদিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। এক্ষেত্রে ফ্যাক্ট-চেকিং একটি অন্যতম কৌশল যা সংবাদ প্রকাশে গুজব ও মিথ্যা তথ্যকে এড়িয়ে দিতে সহযোগিতা করবে। ফলে দেশের মানুষ সত্য সংবাদ বা ঘটনাটি জানতে পারবে।
প্রশিক্ষণে তথ্যের সত্যতা যাচাই ও ভুল তথ্য প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রশিক্ষনার্থীদের হাতে-কলমে শেখানো হয়।
এতে লালমনিরহাটের কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ১০জন সাংবাদিক অংশ নেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.