ডা. জাকি ফারুকী:
তুমি কি একবার, শুধু একবার,
শুধুই আমার জন্য আসবে?
“শাওন রাতে”
হবে।
জানিনা কবে।
নিশীথের অন্ধকারে,
মেঘের দুয়ারে,
পূর্ণিমার ভরা চাঁদ দেখো,
কেমন ভেসে আছে পরানের মাঝে
নিঃশব্দ এমন।
অনন্তর পথ ধরে ফিরে আসি ঘরে,
অমন জোছনার চাঁদ
মধু ভরে আসে ঘরের দুয়ারে।
কার কথা বলে যেতে থাকে,
এখনো অনেক রাত বাকী।
আমি চেয়ে থাকি,
চেয়ে চেয়ে থাকি,
তোমার শরীর হতে
ঝরে পরে জোছনার শীর্ন আঙ্গুল
আমি মিশে যেতে থাকি,
মরে যেতে থাকি আদরে তোমার,
তুমি ব্যথাহীন স্বপ্নহীন দেখাহীন
মানসিক বৈকল্য আমার।
ফিরে যেতে চাই,
ফিরে যেতে চাই তোমার বিশ্রামে।
কবে
কবে হবে।
শুধু কবে তোমার হবে!
৪/৬/২৩
টিনটনফলস্
নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.