লালমনিরহাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩ তম তিরোধান উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুন) সকাল ১১টায় লালমনিরহাটের সাধুটারী খোচাবাড়ীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির উৎসব অঙ্গণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের আয়োজনে এ তিরোধান উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টী বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। এতে বিশেষ অতিথি ছিলেন শ্রী গৌরী শংকর গোশালা সোসাইটির সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়, জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। পূজা অর্চনা পরিচালনা করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী। এ সময় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের সভাপতি সমীর কুমার দেব, সম্পাদক মধু সুধন রায়, কোষাধ্যক্ষ তাপস রঞ্জন বণিক, সদস্য মিঠু, দীনেশ পাটোয়ারী, গৌরাঙ্গ প্রমুখ উপস্থিত ছিলেন।