লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ত্রি-খণ্ডিত এক মানসিক ভারসাম্যহীন তুলসী রাণী (৪৬)র মৃত্যু হয়েছে।
শনিবার (২০ মে) সকাল ৭ ঘটিকায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর (ঘোষপাড়া ৩নং ওয়ার্ড) শিমুলতলী নামক স্থানে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী লোকাল ট্রেনে কাটা পরে তুলসী রাণী (৪৬) (মানসিক ভারসাম্যহীন) নারী নিহত হন।
মানসিক ভারসাম্যহীন তুলসী উপজেলার জোংরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ৬নং ওয়ার্ডের সুবল চন্দ্র এর স্ত্রী।
জানা গেছে, বুড়িমারী থেকে লালমনিরহাট গামী লোকাল ট্রেনের ধাক্কায় কাটা পড়েন ওই নারী মৃত্যু হয়।
নিহত তুলসী রাণী ছেলে শংকর রায় বলেন, ভারসাম্যহীন মাথার সমস্যাজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল বিকেল থেকেই তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি। খবর পেয়ে রেল লাইনের উপরে আমার মায়ের লাশ সনাক্ত করি।
বুড়িমারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুর আলম বলেন, পাটগ্রামের করবস্থান নামক এলাকায় এক নারীর ত্রি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে মরদেহ উদ্ধার করবে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে বিষয়টি দেখবেন রেলওয়ে পুলিশ।
লালমনিরহাট জিআরপি পুলিশ উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং ধর্মীয় রীতি অনুযায়ী লাশ সত্যকারের আবেদন করায় এবং উক্ত মৃত্য সম্পর্কে কাহারো কোনো শোভা সন্দেহ না থাকায় মৃতের পরিবারের নিকট হতে বিনা ময়না তদন্তে লাশ সত্যকারের আবেদন গ্রহণ পূর্বক লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.