লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ইটাপোতা নবী মিস্ত্রির বাড়ীর দক্ষিণে ছড়ার উপর নির্মিত গার্ডার ব্রীজ নির্মাণের কাজ দেড় বছরেও শেষ হয়নি।
"গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/ কালভার্ট নির্মাণ" শীর্ষক প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পাকা কাজ ২০২১-২২ অর্থ বছর এর উক্ত ব্রীজের নির্মাণকাজ ঢিমের তালে বর্তমানে চলছে।
দীর্ঘ সময় ধরে ব্রীজের কাজ চলায় সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি ও নানান জটিলতা।
জানা গেছে, কাজ শেষ করার প্রত্যাশিত তারিখ হতে দশ মাস পেরিয়ে গেলেও নতুন করে কাজ শুরু চেষ্টা করছেন তারা। তবে দীর্ঘ দেড় বছর ধরে ব্রীজটির নির্মাণ কাজ নিয়ে নানা জটিলতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। তাইতো দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পাকা কাজ ২০২১-২২ অর্থ বছরে "গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/ কালভার্ট নির্মাণ" শীর্ষক প্রকল্পের আওতায় ইটাপোতা নবী মিস্ত্রির বাড়ীর দক্ষিণে ছড়ার উপর গার্ডার ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়। যার প্রকল্পের নম্বরঃ ০১/২০২১-২২। সেতু/ কালভার্টের দৈর্ঘ্যঃ ১৫মিটার। তখন ব্রীজটির নির্মাণ কার্যাদেশ মূল্য ধরা হয়েছিল ৬৮লক্ষ ৬৮হাজার ৭শত ৩টাকা।
ঠিকাদারের নাম ও ঠিকানাঃ মেসার্স জামান এন্টারপ্রাইজ, প্রোঃ মোঃ নুরুজ্জামান হোসেন, খোর্দ্দ সাপটানা, লালমনিরহাট সদর। এ কাজের কার্যাদেশ প্রদানের তারিখঃ ২৫/০১/২০২২খ্রি:। কাজ শেষ করার প্রত্যাশিত তারিখ: ২৪/০৭/২০২২খ্রি:। যা দশ মাস আগে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা আজও শেষ হয়নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.