লালমনিরহাটে “আমরা সকল কাজই, আন্তরিকভাবে করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মে) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিট ভাইস চেয়ারম্যান অ্যাড. সফুরা বেগম রুমি। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের সেক্রেটারী অ্যাড. আশরাফ হোসেন বাদল। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা সাইদুর হাসান শাওন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের কার্য নির্বাহী সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্যসহ স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।