লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাটের জেল রোড সোনালী পার্কস্থ মীর লাইব্রেরীতে লালমনিরহাট জেলার শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের স্বার্থ, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়কঃ সূফী মোহাম্মদ। যুগ্ম আহবায়কঃ এম ছাইদুল হক, মোঃ মতিয়ার রহমান। সদস্য সচিবঃ মোঃ জামাল হোসেন। সদস্যঃ আব্দুল জব্বার মোল্লা, সায়েদুল ইসলাম মিঠু, দেলোয়ার হোসেন রংপুরী, শামীম আহমেদ, আখতারুজ্জামান, শাহজাহান আলী, দীপক মন্ডল, মাসুদ রানা রাশেদ, হেলাল হোসেন কবির।
প্রসঙ্গত, সংগঠনের সুস্থ বিকাশের স্বার্থে বর্ণিত সাংস্কৃতিককর্মী ও সংগঠকদের সমন্বয়ে এ আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে ৫টি উপজেলা কমিটি, ২টি পৌর কমিটি ও সকলের সমন্বয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে।