লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী ভূঁঞা স্মৃতি হা-ডু-ডু টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া এলাকাবাসীর আমন্ত্রণে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তণ ইউনিয়ন ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, খোঁচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) রোটাঃ মোঃ লিয়াকত আলী ভূঁঞা, ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের প্যানের চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ এনামুল হক, কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মন্টু, জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত মৎস্য চাষী ও রোটারী ক্লাব অব লালমনিরহাটের পাস্ট প্রেসিডেন্ট মোঃ হারুন অর রশিদ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হা-ডু-ডু খেলায় কুলাঘাট একাদশ ৬৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও নবীনটারী একাদশ ৩৬ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়।
পরে ১ম পুরস্কার ফ্রিজ ও ২য় পুরস্কার টিভি বিতরণ করা হয়।