লালমনিরহাটে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ এর ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এতে প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস। উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের সচিব মুহঃ আফছার আলী। এ সময় ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ মজিবর রহমান, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ নুর আলম মিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ জোনাব আলী, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ আসাদুল হক মন্টু, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ দুলাল হোসেন, ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ আসাদুল, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুল মালেক, ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল রহিম, সদস্য সংরক্ষিত-১ মোছাঃ জাহেদা বেগম, সদস্য সংরক্ষিত-২ মোছাঃ সেতারা বেগম, সদস্য সংরক্ষিত-৩ মোছাঃ শাহিদা বেগম, ভিসিএ মোঃ জাহেদুল ইসলাম, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবিরসহ সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ৭কোটি ২১লক্ষ ৭৮হাজার ৬শত ৩৮টাকার ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট আয় ৭,১৬,৭৮,৬৩৮টাকা, মোট ব্যয় ৭,১৬,৭৮,৬৩৮টাকা, সমাপনী জের/ উদ্বৃত্ত ৫,০০,০০০টাকা দেখানো হয়েছে।