আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ২জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১০টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। মৃত্যুরা হলেন- ইসলামপুর গ্রামের খন্দকার আলীর পুত্র জাহেদুল ইসলাম (২৬) ও একই গ্রামের জহির উদ্দিনের পুত্র রাকিব হাসান (২৪)। আহতরা হলেন- ইসলামপুর গ্রামের ইব্রাহিমের পুত্র বাচ্চা মিয়া (২৬) ও আছির উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৩০)।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান সাংবাদিকদের বলেন, সকালে গ্রামের স্যাকোয়া নদীতে মাছ ধরছিল একদল গ্রামবাসী। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই রাকিব ও জাহেদুলের মৃত্যু হয় এবং গুরুত্বর আহত হন বাচ্চা মিয়া ও শফিকুল ইসলাম। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।