লালমনিরহাটে লেবু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। লেবুর চাষ লাভজনক হওয়ার কারণে লালমনিরহাট জেলায় দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এখানকার কৃষকরা বাড়তি আয়ের জন্য নানা জাতের শাক-সবজির পাশাপাশি পতিত জমিতে চাষ করছেন বিভিন্ন জাতের লেবু। এতে করে বেশ লাভবানও হচ্ছেন কৃষকরা।
জানা যায়, এ জেলার আবহাওয়া ও মাটি লেবু চাষের উপযোগী হওয়ার কারণে ও রোগ-বালাই আশংকাজনক ভাবে কম হওয়ায় চাষিরা দাম ভালো পেয়ে থাকেন। স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় নগদ টাকায় বিক্রি করতে পেরে একজনের দেখে প্রতিবেশি চাষিরা লেবু চাষের দিকে আগ্রহ বাড়াচ্ছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এবারও লালমনিরহাট জেলায় নানা জাতের লেবু চাষ হয়েছে। চাষিদের নিবিড় পরিচর্যার কারণে লেবুর প্রতিটি গাছের থোকায় থোকায় লেবু ধরেছে। লেবুর দাম বেশি এবং ঝামেলামুক্ত ফসল হওয়ায় চাষিরা দিন দিন লেবু চাষে আগ্রহী হচ্ছেন। ইতিমধ্যে হাট-বাজারে নতুন বছরের লেবু বিক্রয় শুরু হয়েছে।
লেবু চাষী মোঃ আব্দুল হামিদ মিঞাঁ ও মোঃ হযরত আলী বলেন, গাছে গাছে এবার প্রচুর লেবু এসেছে। যা বিক্রয় শুরু করেছি। বর্তমানে লেবুর ব্যাপক চাহিদা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার বলেন, এ জেলার উচুঁ জমিতে শাক-সবজির পাশাপাশি বিভিন্ন বাগান বাড়িতে লেবু চাষ করছে স্থানীয় কৃষকরা। এ মৌসুমের আবহাওয়া লেবু চাষের উপযোগী হওয়ার কারণে ফলন ভালো হয়েছে। আমরা ইতিপূর্বে লেবু চাষিদের সকল ধরণের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি।