বাদশাহ্ সৈকত:
আমার সরলতায়
তুমি বুদ্ধিমান হয়ে উঠতে পারো
কিন্তু কিছুই বলবো না।
আমার সততার সুযোগে
তুমি ধনী হয়ে উঠতে পারো।
আমার বিশ্বাসের উপর দাঁড়িয়ে
তুমি মিথ্যাচার করতে পারো।
আমার দারিদ্রতায়
তুমি অহংকারী হতে পারো।
তাতে আমার
কিছুই যায় আসে না।
শুধু এতটুকুই বলবো
আদর্শিক না হলে
মানুষ হওয়া যায় না।