গত ১০ এপ্রিল একটি অনলাইন নিউজ পোর্টালে ‘কালোবাজারে সরকারি চাল বিক্রি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভোটমারী বাজারে অবস্থিত ভোটমারী খাদ্য গুদাম এর বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় একটি নিউজ এসেছে সরকারি চাল কালোবাজারে বিক্রয়ের কিন্তু সরেজমিনে গিয়ে জানা যায় পুরো বিষয়টি বানোয়াট ও ভিত্তিহীন।
একটি অসাধু মহল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গুদামের পরিবেশ নষ্ট করে ফায়দা লুটা সহ চাঁদা দাবি করে আসতেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে এই গুদাম এর সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী খগেন্দ্র নাথ বর্মন কে মারধর ও বিভিন্ন হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।
এমনকি বাউন্ডারি ওয়ালের কাজে ঠিকাদার এর কাজে বাঁধা প্রদান করেন স্থানীয় মোঃ শহিদুল ইসালাম শহিদ নামে এক যুবক। গত ০৫/০৪/২৩ ইং তারিখে রাতে খাদ্য গুদাম বাউন্ডারি ওয়ালের কাজে বাঁধা প্রদান করে। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিষয়টি কালীগঞ্জ থানায় অবগত করেন। শহিদুল ইসলাম শহিদ ঘটনা স্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। কালীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।এমনকি একটি মামলার ২ বছরের সাজা প্রাপ্ত আসামী শহিদুল ইসলাম শহিদ।
উক্ত ব্যক্তি শহিদুল ইসলাম শহিদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বিভিন্ন তালবাহানা করে বিষয় টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম এর সাথে কথা বলে জানা যায়, তিনি বিভিন্ন সময় চাঁদা দাবি সহ আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, ইতিপূর্বে আমাদের একজন সহকর্মী কে ও মারধর করা হয়েছে।