লালমনিরহাটে "এবি পার্টির অঙ্গীকার দেশ হবে জনতার" স্লোগান নিয়ে এবি পার্টির নেতৃবৃন্দের সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) রাত ৮টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়স্থ সৈনিক হোটেল এন্ড রেষ্টুরেন্টে এবি পার্টি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এবি পার্টি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান আসাদ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও রংপুর জেলা শাখার আহবায়ক আব্দুল বাসেত মারজান, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব ফিরোজ কবীর, এবি পার্টি রংপুর জেলা শাখার সদস্য সচিব এনামুল হক প্রমুখ। এ সময় এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দসহ লালমনিরহাটের কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এবি পার্টির নেতৃবৃন্দ মতাদর্শিক বিভাজন পরিহার করে অধিকারের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করা তাদের দলীয় মূলনীতি বলে উল্লেখ করেন।
১৯৫২ এর ভাষা আন্দোলন এবং ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ছিল আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। আধুনিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা তাতে নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক হল অধিকার ও সেবার। নাগরিক রাষ্ট্রকে কর দেয়, আর রাষ্ট্র নাগরিকের মৌলিক চাহিদা ও সামাজিক অধিকার নিশ্চিত করে।
বর্তমানে যে মতাদর্শিক বিভাজনের রাজনীতি চলছে তাকে গোষ্ঠীতান্ত্রিক দ্বন্দ্ব উল্লেখ করে এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, তারা একটি রাজনৈতিক পুনর্জাগন প্রক্রিয়ার সূচনা করতে চান।
রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে উল্লেখ করে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্র মেরামত অপরিহার্য হয়ে পড়েছে। একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়া এবি পার্টির লক্ষ্য করে উল্লেখ করেন।
স্বাধীন গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র অকার্যকর হয়ে পড়ে উল্লেখ করে এবি পার্টির নেতৃবৃন্দ ডিজিটাল সিকিউরিটি এক্ট বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.