লালমনিরহাটে শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টা ৩০মিনিটে শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাট চত্বরে শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের আয়োজনে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের সভাপতি হীরালাল রায়-এঁর সভাপতিত্বে শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বর্মন-এঁর সঞ্চালনায় প্রদীপ চন্দ্র রায়, মধুসুদন রায়, সুবাস রায়, কমল কৃষ্ণ সরকার, শিবেন্দ্র নাথ রায় শিবু, অনুপ কুমার রায় লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানটির সম্পত্তির সীমানা প্রাচীর না থাকায় কিছু কুচক্রীমহল বিভিন্নভাবে বহুপূর্ব থেকে জবর দখল করেছেন এবং অদ্যাবধি জবর দখলের পায়তারা করে যাচ্ছেন। এ সম্পত্তির জরুরীভিত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করা না হলে যে কোন মুহুর্তে এর অংশ বিশেষ বেদখল হওয়ার সম্ভাবনা দেখা দিয়াছে। এছাড়াও নবনির্মিত শ্রীশ্রী দুর্গা মন্দিরটির কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে যাহার নির্মাণ কাজ জরুরীভিত্তিতে সমাপ্ত করা আবশ্যক।
পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।