প্রবীর রায়::
চলছি ছুটে অহর্নিশ
কোথা থাকে সুখ? কোন সে কুঞ্জবনে বসে কোন শাখে দেয় শিষ
সাধু সন্ত তোমরা বলো, বৈরাগ্য সাধন সুখের আধার
সংসারী মানুষ আমরা কেমনে করি ত্যাগ মায়ার সংসার
কম করে চাও তবে পাবে সুখস্বর্গভূমি বলেন জ্ঞানী গুণী
চারদিক দেখি বিত্তবিলাসের অভিষেক, কেমনে মানি
তোমরা বলো কেউ কেউ সুখ পেতে বই পড়, বই পড়
আমাদের স্বর্ণ বীণায় ঝংকৃত হয় সুর, কিসে আসে দুটো পয়সা সেটাই বড়
যারা আছেন কর্মবীর তারা দেখেন সুখস্থান শুধু কর্মের মাঝে
আমরা বলি, বাঁশি যায় দৈবাৎ ফেটে সে বাঁশি কেমনে বাজে
সর্বশেষে বিবেক আসে, সেও নিরুত্তর হতবিহ্বল
মর্ত্যে লুকিয়ে রেখেছেন সুখ, এ বিধাতার ছল
যা কিছু আছে হাতের কাছে, নিত্যদিন যা কিছু পাই
নিরলস কর্ম করি এতেই সুখ, সপ্তাকাশে সুখ আছে কিনা জানা নাই
এ পৃথিবী স্বর্গ নহে, স্বর্গে দেবতারা থাকুক করুক সুধাপান
পাপপূণ্যে কর্তব্য কর্ম চলছি আমরা এটাই আমাদের সুখস্থান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.