বুধবার (১৫ মার্চ) বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে লালমনিরহাট সদরে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
এ সময় বিএসটিআই হতে মোড়কজাত লাইসেন্স ব্যাতীত ও প্যাকেটে প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় এবং নোংরা পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী লালমনিরহাট সদর এর রুজি চিড়া ও মুড়ি মিল প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা, নিউ চমক হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা ও পাবনা সুইটস প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওজন ও পরিমাপে কম দেয়ায় কুলাঘাট রোডের শফিক ফিলিং স্টেশন প্রতিষ্ঠানকে ৫হাজার টাকাসহ সর্বমোট ৩টি মামলা দায়ের করে ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতআরা ফেরদৌস।
অভিযানকালে প্রকিউকর ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন ও পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার।
বিএসটিআই বিভাগীয় অফিসের অফিস প্রধান উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.