একটি সংবাদ একজনের জীবন তথা পুরো প্রেক্ষাপটকে পাল্টে দিতে পারে। সে কারণে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবাইকে যত্নশীল হতে হবে। লালমনিরহাট জেলাকে সারা দেশের মানুষের সামনে তুলে ধরতে দৈনিক দেশ রুপান্তর তার সঠিক দায়িত্ব পালন করে আসছে। দৈনিক দেশ রুপান্তরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে এভাবেই মূল্যায়ন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
দৈনিক দেশ রুপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা শহরের সার্কিট হাউস রোডস্থ শিবরাম স্কুল এন্ড কলেজে সকাল ১০টায় কেক কাটেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
এতে লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন অনুষ্ঠানে অংশ নিয়ে লালমনিরহাটের উন্নয়নের দৈনিক দেশ রুপান্তর কার্যকরী ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা করেন।
এর আগে আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, দৈনিক সময়ের আলো পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহম্মেদ নয়ন, শিবরাম স্কুল এন্ড কলেজে পরিচালক রাশেদুল ইসলাম, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলী হাসান নয়ন।
অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিগণকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক দেশ রুপান্তর পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ফরহাদ আলম সুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক এস দিলীপ রায়, দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক আবদুর রব সুজন, সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানা, আদিতমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, সাংবাদিক মুরাদ, সিদ্দিক, জামাল বাদশাসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অতিথিগণ কেক কাটেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.