লালমনিরহাটে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগীতায় সোস্যাল চেইঞ্জ ফর উইমেন এন্ড ইয়ুং পিপুল লিড ইনিশিয়েটিভস প্রকল্পের আওতায় এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, একশনএইড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সোস্যাল চেইঞ্জ ফর উইমেন এন্ড ইয়ুং পিপুল লিড ইনিশিয়েটিভস প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ নারী দলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।