লালমনিরহাটে “শিশু বিকাশের খেলাধূলার বিকল্প নেই” স্লোগান নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুল এর আয়োজনে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর সভাপতিত্বে রাওয়ানা মার্জিয়া-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সুইট বাংলাদেশ লালমনিরহাটের অর্থ সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ খাজের আলী, সাংগঠনিক সচিব রফিকুল আলম খান স্বপন, অভিভাবক আলহাজ্ব মোঃ আশিকুজ্জামান সোহাগ। বক্তব্য রাখেন বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের অধ্যক্ষ স্বপ্না জামান, সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রফুল্ল চন্দ্র রায় প্রমুখ। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক নজির হোসেন। এ সময় সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।