লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা বশিরটারির হাছেন আলীর একমাত্র ছেলে গোলাম মোস্তফা ওরফে রাজু (২০)।
গোলাম মোস্তফা ওরফে রাজু লেখাপড়ার পাশাপাশি চাকুরীর সুবাদে ঢাকা ডিএমপির আওতাধীন তুরাগ থানার হরিরামপুর ইউনিয়নের ধউর এলাকায় বসবাস করে আসছিলেন।
গোলাম মোস্তফা ওরফে রাজু তুরাগ থানার ধউর এলাকা থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে নিখোঁজ গোলাম মোস্তফা ওরফে রাজুর বাবা হাছেন আলী গত ২৫ জানুয়ারি রাতে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উক্ত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, আনুমানিক ২০বছর বয়সী নিখোঁজ গোলাম মোস্তফা ওরফে রাজুর শারীরিক উচ্চতা ৫ফিট ৪ইঞ্চি। গায়ের রং শ্যামলা। ওজন ৫০কেজি। গায়ে ফুল হাতা টি শার্ট, পায়ে সেন্ডেল ছিলো।
নিখোঁজ গোলাম মোস্তফা ওরফে রাজুর বাবা হাছেন আলী বলেন, আমার দুই মেয়ে আর এক ছেলে ও আমার স্ত্রী গোলেনুর বেগমকে নিয়ে মোটামুটি সুখের সংসার। একমাত্র ছেলে গোলাম মোস্তফা ওরফে রাজু ঢাকায় একটি মোবাইল কোম্পানীর চাকুরীর পাশাপাশি টঙ্গী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র হিসেবে পড়াশোনা করতো।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ছেলে নিখোঁজের সংবাদ পেয়ে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি ২৫ জানুয়ারি। এরপর লালমনিরহাট পুলিশ সুপার বরাবর গত ৮ ফেব্রুয়ারি ছেলের সন্ধান চেয়ে একটি আবেদন করি। কিন্তু এখন পর্যন্ত ছেলের কোনো হদিস পেলাম না।
গোলেনুর বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে এখন কোথায় কি অবস্থায় আছে সেটা আমাদের কারো জানা নেই।
তিনি বলেন, সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে তার কোনো হদিস পেলাম না। পুলিশও কিছু বলতে পারছে না, তাহলে আমার ছেলে কি হাওয়ায় মিলিয়ে গেল? তিনি প্রশ্ন করেন।
এদিকে পরিবারটি এক মাত্র ছেলেকে হারিয়ে হতাশ হয়ে পড়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.