বাসন্তী শাড়ী, খোপায় গাঁদা ফুল আর কপালে লাল টিপ। বাঙালী নারী পূর্ণরূপ যেন ফুটে উঠেছে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজে ক্যাম্পাসে। ছেলেদের হলুদ পাঞ্জাবী প্রমাণ করে বসন্ত এসে গেছে।
রোববার কলেজ মাঠে ভিড়টা যেন একটু বেশিই। কেননা সেখানেই বসন্ত উৎসবের মূল আয়োজন। বিশাল স্টেজে নাচে, গানে মাতিয়ে রেখেছিল কলেজের ছাত্র-ছাত্রীরা। সাথে যোগ দিয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীরা। তারা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন। শেষ পর্যন্ত এ উৎসব বাঙালির প্রাণের উৎসবের মিলন মেলায় পরিণত হয়।
লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজে “কচি পাতার শিহরণে হৃদয়ে লেগেছে দোল, বসন্তে তাই প্রকৃতিও আজ হয়েছে বিহ্বল” স্লোগান নিয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ মাঠে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের আয়োজনে এ বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ.কে.এম মাহবুবুল আলম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহিনুল ইসলাম শাহীন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডঃ মোঃ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.