লালমনিরহাটে "স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহিম, লালমনিরহাট জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঞ্জুর আলম শেখ, লালমনিরহাট জেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক রাজু, লালমনিরহাট জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়। বক্তব্য রাখেন খামার মালিক প্রতীমা রাণী, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.