লালমনিরহাটে “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”, “মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে” স্লোগান নিয়ে মাদক নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় লালমনিরহাটের চাঁদনি বাজারে ৭১-র প্রেরণা (একটি সমাজ সেবা মূলক সংগঠন) কর্তৃক আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদনি বাজার ডিজিটাল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মোঃ জহির রায়হান ঈদুল-এঁর সভাপতিত্বে রহমান ফার্মেসীর প্রোঃ মোঃ মজিবর রহমান টুলু-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এরশাদুল আলম, লালমনিরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কিসমত আলী, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোহেল রানা, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস বিউটি রহমান, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ ফাতেমা বেগম, মহেন্দ্রনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ মনতাজুর রহমান। বক্তব্য রাখেন ইমরান, জয়েন উল্ল্যা, এরশাদ, রফিকুল, শহিদ, আরশাদ প্রমুখ। এ সময় চাঁদনি বাজার এলাকার বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।