নিশিকান্ত রায়, কবি:
ভেবেছিলাম মেঘ হবো।
উড়ে যাবো।
আকাশটা নেমে এলো নীচে।
ঝুরঝুর করে গড়িয়ে গেল মাঠে।
বড় চেনাজানা নদী তুমুল ঢেউ তুলে
ভাসিয়ে নিল সব।
সবটুকুই।
মাঠ ঘাট হাট সব ডুবে গেল ।
আকাশ মেঘ জল আর নদী মিলে
কৈলাস বানিয়ে দিল বুকের অতল।
হাহাকারের নিশ্ছিদ্র খেলায় বাঁকা চাঁদ
ফ্যাকাশে চেয়ে রইল অনেকক্ষণ।
দুরন্ত রোদ গলে ছাই রঙা ফুল হয়ে গেল।
দল বেঁধে ডিঙি নাও রিলিফের মিছিল
মেঘে মেঘে ভীষণ গর্জনে থামে এখানে ওখানে।
ভাঙনের ভিড় ঠেলে আসে শুধু
নিরন্ন ফুলের ঘ্রাণ।
এ ঘ্রাণ রাখবো কোথায়?
ঘুম কিংবা জাগরণে ঘুরে আসি জীবন যেথায়।
২৯ জুন ২০২০, সোমবার।
পূর্ব থানাপাড়া, লালমনিরহাট।