লালমনিরহাটে “বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন” স্লোগান নিয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুলে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, লালমনিরহাটের আয়োজনে নর্থবেঙ্গল বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, সুইড বৃদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট ইনকুসিভ স্কুল, কালীরহাট প্রতিবন্ধী বিদ্যালয় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় আদিতমারী, সারপুকুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, পড়শী ও বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা লালমনিরহাটের সহযোগিতায় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। বক্তব্য রাখেন নর্থবেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও নর্থবেঙ্গল ডিজাবেল ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক সুভাষ চন্দ্র বর্মণ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন প্রমুখ। এ সময় হাসপাতাল সমাজসেবা কার্যালয় লালমনিরহাটের সমাজসেবা অফিসার মোঃ এরশাদ আলী, উন্নয়ন কর্মী সুপেন্দ্র নাথ দত্ত, সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট ইনক্লুসিভ স্কুলে প্রধান শিক্ষক স্বপ্না জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।