আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর গার্লস স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে দিতে গিয়ে পাটগ্রাম থানা পুলিশের হাতে আটক হয়েছে কনের বাবা বাবুল হোসেন ও খালু আব্দার রহমান।
আজ সোমবার ভোরে পাটগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বাল্যবিয়ের দায়ে তাদের ৬মাস করে কারাদণ্ড প্রদান করেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত বলেন, ওই এলাকায় একটি বাল্যবিয়ে হচ্ছে-এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আমি একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হই। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও কনের বাবা বাবুল হোসেন ও খালু আব্দার রহমানকে আটক করা হয়।
খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানও বিয়ে বাড়িতে হাজির হন। পরে তাদের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মশিউর রহমান বাল্যবিয়ের দায়ে কনের বাবা ও খালুকে ৬মাসে করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের আজ সোমবার দুপুরে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.