লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ দিঘলটারী বিওপির সীমান্ত এলাকা থেকে ৫২৪৮.৭২গ্রাম ওজনের ৪৫টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কার্যালয়ে স্বর্ণ পাচারকারীর বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি।
সংবাদ সম্মেলনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি জানান, অদ্য ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ০৩০০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন লালমনিরহাট জেলাস্থ দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ কুটিরচর নামক এলাকা দিয়ে একজন লোক ভারতে স্বর্ণ পাঁচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় দিঘলটারী বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল আনুমানিক ০৩৩০ ঘটিকায় বিওপি হতে আনুমানিক ০২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সীমান্ত পিলার ৯২৫/৭-এস হতে প্রায় ৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাবাগানে অবস্থান গ্রহন করে ওৎ পেতে থাকে। আনুমানিক ০৯১৫ ঘটিকায় বিজিবি টহলদল সোর্সের বর্ণনানুযায়ী একজন ব্যক্তিকে আসতে দেখতে পায়। টহলদল তাকে চ্যালেন্স করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল ধাওয়া করে আনুমানিক ১০০ গজ দূরে তামাক ক্ষেত্র হতে তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে কোমরে কাপড় দিয়ে বেধে রাখা অবস্থায় খাকী কসটেপ দিয়ে মোড়ানো ০২টি প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি টহলদল আসামীসহ প্যাকেট দুইটি বিওপিতে নিয়ে আসে এবং অধিনায়কের উপস্থিতিতে প্যাকেট দুইটি খুলে ৪৫টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫২৪৮.৭২ গ্রাম (৪৫০ ভরি ৩ আনা ১ রতি) এবং যা বর্তমান আনুমানিক বাজার মূল্য- ৪,৫০,০০,০০০/- (চার কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।
তিনি আরও জানান, আটককৃত পাঁচারকারীর নাম মোঃ আজিজার রহমান (৫৮), পিতা মৃত মোহাম্মদ আলী, (বানিয়াটারি), পোস্ট-দূর্গাপুর, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট।
তিনি আরও সাংবাদিকদের জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ আদিতমারী থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ লালমনিরহাট ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ সংবাদ সম্মেলনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।