লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় পীর-মুরিদ ও ব্যাংক কর্মকর্তাসহ ৩জন নিহত হয়েছেন।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে ওই উপজেলার সানিয়াজান দাখিল মাদরাসা মোড়ে ও একই সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত ফজলুল হক পীর সাহেবের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর এলাকায় ও মুরিদ নজরুল ইসলামের বাড়ি সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায়। নজরুলের বাবার নাম সোলেমান আলী। ওই ঘটনায় নজরুল ইসলামের পুত্র রিফাতও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের সানিয়াজান দাখিল মাদরাসা মোড়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রলির ধাক্কায় মোটর সাইকেল আরোহী ফজলুল হক পীর সাহেব (৬৫) ও তার মুরিদ নজরুল ইসলামসহ (৫০) ৩জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার সকালে একই সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় ট্রাকচাপায় আব্দুল লতিফ (৪৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.