লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় সনাক্ত হয়েছে। তার নাম হুমায়ুন কবির (৫৫)। তিনি প্রায় ৬বছর যাবত মানুসিক সমস্যায় ভুগছিলেন।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর নিহতের চাচাত ভাই মোঃ মমতাজ আলী ছবি দেখে নিহত যুবক তার চাচাত ভাই বলে শনাক্ত করেন।
নিহত যুবক হুমায়ুন কবির উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টেপুরগাড়ি গুচ্ছগ্রামের মৃত হামিদ উদ্দিনের ছেলে।
নিহতের চাচাত ভাই মমতাজ আলী জানান, অনেকটা কৌতুহল বসত ট্রেনে কারা পড়া নিহত যবককে দেখতে যায় সে। পরে নিহত যুবকের মুখ দেখে তাকে সে চিনতে পারে যে নিহত ব্যাক্তি তার চাচাত ভাই হুমায়ুন কবির। প্রায় ৬বছর যাবত তার চাচাত ভাই হুমায়ুন কবির মানসিক সমস্যায় ভুগছিলেন। এর প্রায় ২বছর আগেও হুমায়ুন কবির নিজে তার নিজের গলায় দা দিয়ে জবাই করে গুরুতর আহত হয়েছিল। পরে তাকে চিকিৎসা করার পর সে সুস্থ হয়। এরপর সে বাড়িতে কাউকে কিছু না বলে একা একাই জেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। আবার দুই একদিনের মধ্যে বাড়িতে চলে আসত। আজও হুমায়ুন সকালে বাড়িতে কাউকে না বলে বাহির হয়ে বিভিন্ন এলাকায় ঘুরাঘুরির পর হয়তো সে রেল লাইনের উপর বসে ছিল এবং ট্রেনের শব্দ শুনতে না পারায় হয়তো সে ট্রেনে কাটা পড়ে। তার দুইটি ছেলে শিশু সন্তানও আছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.