লালমনিরহাট পৌরসভা'র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাবেক ও বর্তমান পৌর পরিষদের স্মৃতিচারণ ও মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট পৌরসভার পৌর সুপার মার্কেট (নিচতলা) প্রাঙ্গণে লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ স্মৃতিচারণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন-এঁর সভাপতিত্বে লালমনিরহাট পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কমিশনার উত্তমা রায়, সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ, সেকেন্দার আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আনছার আলী, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, সাবেক মেয়র মোশারফ হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম রিন্টু প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিসমত আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান তুহিন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম এবং ১, ২, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মিসেস বিউটি রহমান, ৪, ৫, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা বেগম, সাবেক ও বর্তমান পৌর পরিষদের সদস্যবৃন্দ, সচিব হাসানুজ্জামান বসুনীয়া, হিসাব রক্ষক শফিকুল ইসলাম পাটোয়ারীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে লালমনিরহাট পৌরসভার বিনির্মাণে ভূমিকা রাখার জন্য লালমনিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান (মরণোত্তর) এ কে এম আব্দুস সোবহান, মোঃ মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, সাবেক মেয়র মোশারফ হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম রিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আনছার আলী, মোঃ আব্দুল কাদেরসহ সাবেক কমিশনার, সাবেক কাউন্সিলরসহ মোট ৫৭জনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.