লালমনিরহাটে সোনালী ব্যাংক লিমিটেড-এর সিএসআর কর্মসূচির আওতায় দেশের শীতার্ত দরিদ্র ও অসহায় জনগণের মাঝে শীত ও ডেঙ্গুজ্বর প্রতিরোধে কম্বল এবং মশারী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ব্যবস্থাপনায় এ কম্বল এবং মশারী বিতরণ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক লিমিটেড মহিষখোচা শাখার সিনিয়র অফিসার মোঃ খাইরুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড রংপুর জেনারেল ম্যানেজার'স অফিসের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম। এতে সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী। বক্তব্য রাখেন দক্ষিণ বালাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, তরুণ ছাত্রনেতা মোনজের চৌধুরীসহ সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শতাধিক জনগণের মাঝে কম্বল এবং মশারী বিতরণ করা হয়।
এছাড়াও কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুনগামারী, উলিপুর, রাজারহাট ও কুড়িগ্রাম সদরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.