লালমনিরহাটে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নম্বর বিহীন গাড়ীর সাথে অটোর সংঘর্ষে ৪জন আহতের মধ্যে ৩জন আশংকাজনক অবস্থায় রয়েছে।
লালমনিরহাটের কুলাঘাট-ফুলবাড়ি রোডে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নম্বর বিহীন গাড়ী ও যাত্রীবাহী অটোর সাথে সংঘর্ষ হয়েছে। এতে ৪জন আহত হয়েছে। তন্মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে লালমনিরহাটের কুলাঘাট থেকে লালমনিরহাট অভিমুখে অটো বাইকে ৬জন যাত্রী বাড়ি ফিরছিলেন। অপরদিকে লালমনিরহাট থেকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি অভিমুখে কয়েক বস্তা সরকারি কম্বল নিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের গাড়িটি যাওয়ার পথে মেসার্স আমেনা অটো ও ফজলের ভাটার সম্মুখে যাত্রীবাহী অটোটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোটি দুমরে মুচড়ে যায়। অটোর ভিতরে থাকা আহতদের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে জরুরী বিভাগে পাঠায়। উক্ত গাড়িটিতে কোন নাম্বার প্লেট ছিলোনা। এরপর পুলিশ গিয়ে নম্বর প্লেট বিহীন সরকারি গাড়িটি লালমনিরহাট সদর থানায় নিয়ে যায়। গভীর রাতে ম্যাজিষ্ট্রেট ছাড়া নম্বর প্লেট বিহীন গাড়িতে কয়েকশো কম্বল থাকায় জনমনে সন্দেহ দেখা দিয়েছে।