লালমনিরহাটে "বিশেষ প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়", "যত্ন করলে রত্ন হয়, এটাই আমাদের অঙ্গীকার" নিয়ে আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের পোষাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ী চৌধুরীহাটস্থ আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন সরকার, ১নং ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আহাদুল হোসেন চৌধুরী, ১নং ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, সদস্য আলহাজ্ব শাহাদাৎ হোসেন সেন্টু, আদর্শ জেনারেল হাসপাতাল রংপুরের চেয়ারম্যান আলহাজ্ব মশিউর রহমান মোবারক, বাস্তহারা লীগ লালমনিরহাট শাখার সভাপতি মোঃ জহির রায়হান, পড়শীর নির্বাহী পরিচালক মোঃ ছাইদুল হক, বৃত্তিহীন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা খাতুন ন্যান্সি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অর্জুন কুমার রায়। এ সময় বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী একরামুল হক টিপু, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.