লালমনিরহাটের ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী বিদ্যালয়ের জমি বিক্রয়ের অর্থ আত্মসাতের দূর্নীতি ঢাকতে পুনরায় দূর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বিক্রিত জমি উদ্ধারের নামে শুধুমাত্র সাইন বোর্ড লাগিয়ে পুনরায় সেই জমিভোগকারীকেই লিজের নামে ভোগ দখল করতে দিয়েছেন। এ যেন অন্যায়কে ঢাকতে আরেক অন্যায় করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি ২ অক্টোবর দৈনিক ভোরের আলো, দৈনিক স্বদেশ বিচিত্রা, দৈনিক নতুন দিনসহ বেশ কিছু পত্রিকায় "ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রয়ের অর্থ আত্মসাত" শিরোনামে খবর প্রকাশিত হয়। এতে লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী ও করণীক মোঃ জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর নোটিশ দেন।
নোটিশ পাবার পর থেকে প্রধান শিক্ষক দূর্নীতির নতুন কৌশল অবলম্বন করেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে ম্যানেজ করে বিদ্যালয়ের ১১০শতক জমি লিজ দেয়ার নামে পুরো জমিই জমি ক্রেতাদেরকে দখল দেন। অথচ, বিদ্যালয়ের তিন-চারটি কাঠাল গাছের কাঠাল বিক্রয় করতে চাইলেও তা নিলামের মাধ্যমে বিক্রয় করতেন। আর ১৫০শতক জমি লিজ দিলেন অতি গোপনে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী সাংবাদিকদের বলেন, আমিতো প্রধান শিক্ষককে নিলামের মাধ্যমে লিজ দিতে বলেছি।
খবর প্রকাশ হওয়ার ২ মাস অতিবাহিত হলেও এখনও আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন জানতে চাইলে লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী কোনো সদুত্তর দিতে পারেন নি সাংবাদিকদের। অথচ তিনি অনেকবার আইনি ব্যবস্থা নিতে চেয়েও কেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি তা নিয়ে জনগণের মধ্যে চলছে নানা অভিমত।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.