কর অঞ্চল-রংপুর এর অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা ৩০মিনিটে আর.ডি.আর.এস অডিটোরিয়াম রংপুরে কর অঞ্চল-রংপুরের আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
কর অঞ্চল-রংপুরের কর কমিশনার মোঃ শাহীন আক্তার হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। বক্তব্য রাখেন কর অঞ্চল-রংপুরের যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা প্রমুখ। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোঃ এনামুল হক প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারীগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২১-২০২২ কর বছরে রংপুর বিভাগে ৫৬জন সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতা।
তন্মধ্যে রংপুর কর অঞ্চল-রংপুরের ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা- লালমনিরহাটের পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু।
এছাড়াও লালমনিরহাট কর অঞ্চল-রংপুরের ২০২১-২০২২ করবর্ষে দীর্ঘ সময় কর প্রদানকারী ২জন করদাতা- মোঃ হাবিবুল হক বসুনিয়া, মহাদেব চাঁদ ভুতোরিয়া।
২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা- মোছাঃ রেহেনা খাতুন।
২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী ৩জন করদাতা- মোঃ শাহ আলম প্রধান শাহীন, মোঃ সেলিম, মোঃ আবু তালেব মিলু।
২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ ৪০ (চল্লিশ) বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা- মোঃ আবু রাইয়ান আশয়ারী।
তাঁদের প্রত্যেককে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলেদেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।