লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে দুলাল মিয়া নামের এক ব্যক্তি তার ছোট ভাইয়ের স্ত্রী ববিতা বেগম নামের এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ববিতা বেগম বাদী হয়ে দুলাল ও দুলালের স্ত্রী নিপা বেগমকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর এলাকায় সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে ববিতার স্বামী বাড়িতে না থাকায় এ ঘটনাটি ঘটে। আহত ববিতা সদর উপজেলার রাজপুর গ্রামের আশরাফুল হকের স্ত্রী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া ও আশরাফুল আপন দুই ভাই। দুলাল বড় আর আশরাফুল ছোট। বড় ভাই দুলাল তার ছোটভাই আশরাফুলের জায়গা দখলের জন্য দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে গালিগালাজ ও নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার তার স্ত্রীকে বাড়িতে রেখে বাহিরে কাজের জন্য গেলে সুযোগ সন্ধানী দুলাল মিয়া দুপুরের দিকে তার স্ত্রী নিপা বেগমসহ ববিতার ঘরে প্রবেশ করে তাকে মারধর করে গুরুতর আহত করে। এক পর্যায়ে দুলাল এবং তার স্ত্রী নিপার নির্যাতনে ববিতা মাটিতে লুটিয়ে পড়লে দুলাল ববিতার বুকের উপর উঠে দুইহাত দিয়ে ববিতার গলা চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা চেষ্টা করে। এ সময় জীবন বাঁচার তাগিতে ববিতা দুলালকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। ববিতার এমন চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুলাল ও তার স্ত্রী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ববিতা সদর হাসপাতালের তৃতীয় তলার সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ববিতা বেগম বাদী হয়ে দুলাল ও দুলালের স্ত্রী নিপা বেগমকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.