খাদ্য দ্রব্য ও পণ্য সামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে ২০-১২-২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন, রংপুর এর উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে বিএসটিআইয়ের মান সনদ (সিএম লাইসেন্স) আছে বলে মিথ্য তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারায় মেসার্স সাদীক্কাহ জান্নাত ফুড প্রোডাক্ট বেকারি, খামার মোড়, আলমনগর, মহানগর, রংপুরকে মামলা দায়ের করে ১০,০০০/- জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব মোছাঃ মালিহা খানম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, ডিসি অফিস, রংপুর। প্রকিউকর ছিলেন জনাব মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।