লালমনিরহাটে চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় এর একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় লালমনিরহাট সদরের চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদার রহমান, মোঃ সালেহ বিন সামস্ ইমন, রেভাঃ তপন কুমার বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, তিনি উক্ত বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি/৭৫বছর উদযাপন অনুষ্ঠানে এসেছিলেন। তিনি এ বিদ্যালয়েরই ছাত্র ছিলেন।
এর আগে তিনি এ বিদ্যালয়ের সমস্যা সমাধানে করণীয় কি তা নিয়ে উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন।
এরই ফাকে একটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।
এরপর তিনি লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.