প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২২, ৪:৪১ পি.এম
মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি
লালমনিরহাট জেলা শহর হতে মাত্র ৯কিলোমিটার উত্তরে পরিত্যাক্ত দিনহাটা-মোগলহাটস্থল বন্দর পুনরায় চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, লালমনিরহাট পৌরসভা যৌথ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি বলেন, উত্তরবঙ্গ দেশের শস্য ভান্ডার হিসেবে পরিচিত। এলাকার কৃষি পণ্যকে রিভাইন করে উচ্চ মূল্যে বাজারজাত করলে জেলার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে। ইতোমধ্যে জেলায় ইকোনোমিক জোন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন বিশ্ববিদ্যালয়, আর্মি এভিয়েশন নিয়ে ব্যাপক কর্মযজ্ঞ চলমান রয়েছে।
তিনি মুলত ব্যক্তিগত সফরে লালমনিরহাটে এসেছেন চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়েরর প্লাটিনাম জুবলি/৭৫ বছর উদযাপন অনুষ্ঠানে। তার বাবা লালমনিরহাটে রেলওয়ের চাকুরী করার সুবাদে তিনি চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। যুদ্ধ পরবর্তী ১৯৭১ থেকে ১৯৮১ সাল পর্যম্ত থেকে স্ব-পরিবারে এই জেলা থেকে চলে যান তিনি। বর্তমানে রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠান শেষে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, লালমনিরহাট পৌরসভার পক্ষ থেকে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপিকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.