লালমনিরহাটে “উন্নয়নের ভ্যাট নীতি ভ্যাট দিয়ে গড়ব জাতি” স্লোগান নিয়ে জাতীয় ভ্যাট দিবস-২০২২ ও জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট চেম্বার মিলনায়তনে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ লালমনিরহাটের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ লালমনিরহাটের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মোঃ আব্দুল আলীম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট সার্কেল লালমনিরহাটের রাজস্ব কর্মকর্তা সাহাব উদ্দীন, কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ লালমনিরহাটের রাজস্ব কর্মকর্তা হুমায়ূন কবির মিনা। বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মজমুল হোসেন প্রামানিক, মোঃ আলী হাসান নয়ন, মোঃ মোকছেদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবির প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, পরিচালক মোঃ আতিকুজ্জামান সোহাগ, মোঃ সাখাওয়াত হোসেন, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, মোঃ আওলাদ হোসেন লিটন, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, মোঃ আব্দুল খালেক বাবু, মোঃ শাহাদাত হোসেনসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।