প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২২, ১২:০৯ পি.এম
বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত
লালমনিরহাটে "সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ নভেম্বর ২০২২ হতে ১০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম (নতুন) এ লালমনিরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, প্রতীক প্রগতি সংঘ, ব্র্যাক, ইউএসএস ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহ লালমনিরহাটের সহযোগিতায় এ আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রশিদা খাতুন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত।
পরে লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা প্রাপ্ত হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উত্তমা রায়, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ নাছিমা খাতুন, সফল জননী নারী মোছাঃ নাসিমা বানু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ রুমানা আক্তার লুনা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছাঃ নুর নাহার বেগম। ও লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা প্রাপ্ত হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উত্তমা রায়, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ উম্মে আয়শা, সফল জননী নারী মোছাঃ হামিজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ জাহানুর বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছাঃ লাবিবা আক্তার।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.