লালমনিরহাটে "গৌরবের পঁচাত্তর বছর (১৯৪৬-২০২১)" প্রতিপাদ্যকে সামনে রেখে চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় (মিশন স্কুল) এর প্লাটিনাম জুবিলি/ ৭৫বছর উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।
আগামী শনিবার (১০ ডিসেম্বর) পর্যন্ত এ রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত থাকবে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর ২টা ৩০মিনিটে প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির কনভেনর রেভাঃ তপন কুমার বর্ম্মন বিদ্যালয় গেটে রেজিষ্ট্রেশন ফরম পূরণের শুভ উদ্বোধন করেন।
আগামী ১৭-১৮ ডিসেম্বর ২০২২ এ চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় (মিশন স্কুল) এর ৭৫বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি) উদযাপন করা হবে মর্মে উদযাপন কমিটি সূত্রে জানা গেছে।
এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানা গেছে।
এদিকে চার্চ অভ গড উচ্চ বিদ্যালয় (মিশন স্কুল) এর সার্বিক যোগাযোগ করতে ফোনঃ ০৫৯১-৬১২৬৯, মোবাইলঃ ০১৭১৭-৭৪৫৩৭০, ই-মেইলঃ missionschool75@gmail.com এ স্মরণিকার জন্য এসএসসি ব্যাচ অনুযায়ী লেখা/ ছবি প্রেরণ করা যাবে বলে জানা যায়।
প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির কনভেনর রেভাঃ তপন কুমার বর্ম্মন বলেন, এই বিদ্যালয়টি ৭৫বছরে অনেক গুণীজন তৈরির কারিগর। আমরা তাই এ শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্যকে স্মৃতিময় করে রাখতে চাই।
প্লাটিনাম জুবিলি জয়ন্তীর ঢাকা অঞ্চলের আহবায়ক খোরশেদ আনোয়ার লিটন বলেন, ৭৫বছর পূর্তি অনুষ্ঠানের ফরম পুরণ ও অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম প্রক্রিয়া এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদার রহমান বলেন, ১৯৪৬খ্রিষ্টাব্দে চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। এখন পর্যন্ত ৮শতাধিকের বেশি রেজিষ্ট্রেশন ফরম পুরণ করেছেন।
উল্লেখ্য যে, চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয় ১৯৪৬ হতে ১৯৭৫ পর্যন্ত পঞ্চম শ্রেণি, ১৯৭৫ হতে ১৯৮৪ পর্যন্ত অষ্টম শ্রেণি, ১৯৮৫ হতে ২০২২ পর্যন্ত এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা লেখাপড়া করে আসছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.