লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট কলাম লেখক মোঃ তসলিম উদ্দিন বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৮২বছর।
সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বেশ কিছু দিন ধরে মোঃ তসলিম উদ্দিন বিভিন্ন রোগে ভুগছিলেন।
পর দিন মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাদ আছর মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে লালমনিরহাটের সাপটানা কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৩পুত্র, ২কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য যে, বড় পুত্র জ্বিন বিজ্ঞানী ড. তালাত নাসিম সুইন ইংল্যান্ডে অধ্যাপক ও গবেষানায় নিযোজিত রয়েছেন, এক পুত্র আইনজীবী অন্য সন্তানেরা সকলে অধ্যাপনা পেশায় জড়িত। তিনি সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আবুল হোসেন-এঁর চাচাতো ভাই ছিলেন।
তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.