প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ৭:৪০ পি.এম
চাষীদের বাদাম চাষে আগ্রহ বাড়ছে
বাদাম একটি লাভজনক ফসল। বাদাম চাষে কম ব্যয় সম্পন্ন হওয়ায় দিনে দিনে এর চাষাবাদ বেড়েই চলেছে। বাদামের কাঙ্ক্ষিত ফলন ও দাম ভাল পাওয়ার কারণে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার প্রান্তিক চাষীদের বাদাম চাষে আগ্রহ বাড়ছে।
কৃষকরা বলেন, এ এলাকার জমি বাদাম চাষের উপযোগী হওয়ায় অন্য ফসল চাষের চেয়ে বাদাম চাষ করে আমরা বেশ লাভবান বলেই বাদাম চাষ করছি।
আরও বলেন, বাদাম চাষে বিঘা প্রতি খরচ হয় ৮হাজার হতে ১০হাজার টাকা। বাদাম উৎপাদনে সময় লাগে ৪ মাস পর্যন্ত। প্রতি বিঘায় বাদাম পাওয়া যায় ৮মণ হতে ১০ মণ। এতে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। গত বছর বাদামের সর্বোচ্চ মূল্য ছিল ২হাজার ৮শত থেকে ৩হাজার টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাদাম চাষে কৃষকের খরচ কম, ফলন ও দাম ভালো পাওয়ায় বাদাম চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। এ জন্য বাদাম চাষের লক্ষ্যমাত্রা প্রতিবছর ছাড়িয়ে যাচ্ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বাদাম চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.