লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, একুশে টেলিভিশন প্রতিনিধি গোকুল রায়, দৈনিক এই বাংলা নাজমুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন প্রমুখ। এ সময় লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ দিলশাদ জাহান, সিনিয়র সহকারী কমিশনার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার নাজিয়া নওরীন প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এটুআইয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ও ১৭ নভেম্বর লালমনিরহাটের কালেক্টরেট মাঠ চত্ত্বরে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.