আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ভাষাসৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক এবং সাবেক সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) ড. শাফিয়া খাতুন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন দক্ষিণ বত্রিশ হাজারী (বিন্নাগারী) গ্রামে ১৯৩১ সালের ১৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এম.এ. পড়ার সময়ে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫৩ সালে তিনি এম.এ. ডিগ্রী লাভের পর শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনসটিটিউট থেকে এম.এড. ডিগ্রী এবং ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের উত্তর কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ১৯৬৬ সালে তিনি অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনসটিটিউটে যোগদান করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিযুক্ত হন। ১৯৮৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট এইচ. এম. এরশাদ তাকে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা নিয়োগ করেন। ড. শাফিয়া খাতুন ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার শুভ উদ্বোধন করেন। এ মহীয়সী নারী ১৯৯৩ সালের ১১ ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.