লালমনিরহাটে জেলা সাহিত্য মেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান, প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসনের বাস্তবায়নে বাংলা একাডেমির সমন্বয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর-এঁর সভাপতিত্বে ভারচুয়ালি প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আহমেদ শিবলী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ রংপুরের সভাপতি প্রফেসর মোঃ মোজাম্মেল হক, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, বাংলা একাডেমি ঢাকার উপ-পরিচালক মোঃ আব্দুল্যাহ-আল ফারুক। প্রবন্ধ উপস্থাপক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক নজরুল ইসলাম মন্ডল, প্রাবন্ধিক ও গবেষক নিশিকান্ত রায়, প্রাবন্ধিক ও গবেষক গৌতম চন্দ্র বর্মণ। আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল, সাহিত্য পরিষদ লালমনিরহাটের সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ লালমনিরহাটের সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রংপুরী, উত্তর বাংলা ডিগ্রী কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সুবাস রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাটের সভাপতি মজিবর রহমান। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকীসহ কবি, সাহিত্যিক, ছড়াকার, প্রবন্ধকার, গবেষক, শিল্পী, সংগঠকসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, সাহিত্য মানবতার স্বাদ-ছায়া ছাড়া আর কিছুই নয়। সাহিত্য মানবতার দর্পন স্বরুপ। সুন্দর জীবনের অভিব্যক্তি হলো সাহিত্য। সাহিত্য জীবন থেকে হারিয়ে যায় না।সাহিত্যকে জীবন থেকে আলাদা করা যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহিত্য ও সাংস্কৃতিকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন আমাদের স্ব অবস্থানে থেকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.