প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২২, ১১:৪৮ পি.এম
রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ডিসি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এর নাম ঘোষণা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান উপলক্ষে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন বিষয়ে উপর শ্রেষ্ঠ ব্যক্তিদের বিভাগীয় পর্যায়ে নাম ঘোষণা করা হয়েছে।
রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসকের নাম উঠেছে লালমনিরহাট জেলা প্রশাসকের নাম, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে রয়েছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসারের নাম ঘোষণা করা হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান রংপুর বিভাগীয় কমিটির অফিসার নথির মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।
জানা যায়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া এই তিন ব্যক্তি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিয়মিত স্কুল পরিদর্শন, স্কুলের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান প্রদান, শিক্ষকদের সঙ্গে মাসিক সভায় অংশগ্রহণ, স্কুলে নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া রোধে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস কাজ করছেন। প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে উজ্জীবিত করছেন। শিক্ষকদের কোনো অসুবিধা থাকলে তা ভালোভাবে শুনে সমাধান দিয়ে পাশে থেকেছেন। এছাড়াও দপ্তরের কাজের সমন্বয়ে প্রতিটি সেক্টরে স্বচ্ছতার সাথে কাজ করা, নিবিড় কর্মতৎপরতা, অফিস ব্যবস্থাপনা ও প্রতিটি দায়িত্বের যথাযথ মনিটরিংয়ের করে আসছেন আর এ কারণেই জাতীয় শিক্ষা পদক ২০২২ প্ৰদান পদক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফরকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুবুজ্জামান আহমেদকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এবং লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুমকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.